জয় শ্রী রাম স্লোগান দেওয়ায় এক যুবককে মারধর অখিলেশ যাদবের সামনে! ভাইরাল হল ভিডিও

উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সভায় শনিবার চরম হাঙ্গামার সৃষ্টি হয়। এক যুবক জয় শ্রী রাম (Jai Shri Ram) স্লোগান দেওয়ায়, অখিলেশ যাদবের অনুগামীরা তাঁকে বেধড়ক মারধর করে।

সমাজবাদী পার্টির সামনেই হওয়া সভায় প্রথমে অখিলেশ ওই যুবককে মঞ্চে ডাকেন। এরপর অখিলেশ যাদব আগুনে ঘি ঢেলে বলেন, আমি লখনউ থেকে খবর পেয়েছি যে, আমার প্রাণহানির আশঙ্কা আছে। এই যুবক আমাকে মারতে আসেনি তো?

এই মামলায় অখিলেশ যাদবের সুরক্ষা ব্যাবস্থায় মোতায়েন দারোগাকে মঞ্চের মধ্যেই শাসানি দিয়ে অখিলেশ বলেন, আপনি থাকতে এই যুবক কি করে সভায় ঢুকে আসল?

পুলিশ আপাতত যুবককে গ্রেফতার করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই যুবক কন্নৌজের গুগরাপুরের বাসিন্দা। পুলিশ যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং মামলার তদন্ত করছে।

Design a site like this with WordPress.com
Get started